কক্সবাজারে গিয়ে সাগরে নেমেই নিখোঁজ কিশোর

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সুদীপ্ত।
সুদীপ্ত রাজধানীর সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে। সে রাজধানীর পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি বলেন, আজ সকালে পরিবারের সঙ্গে কক্সবাজারে আসে সুমন। পরে তারা মোটেল লাবণীতে ওঠে। এর পর সেখান থেকে বন্ধুদের সঙ্গে সাগরে নেমে স্রোতে হঠাৎ নিখোঁজ হয় সুদীপ্ত। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম বলেন, সুদীপ্তের মা-বাবাসহ সাতজন আজ সকাল সাড়ে ৭টার দিকে মোটেলে ওঠেন। এর পর তাঁরা সাগরে গোসল করতে যান।