সুনামগঞ্জের নয় রেস্তোরাঁকে জরিমানা

ভোক্তা অধিকার আইনে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ শহরে নয়টি রেস্তোরাঁকে মোট দুই লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে পৌর শহরের এসব রেস্তোরাঁয় নিম্নমানের খাবার ও ভেজাল পাওয়ায় বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, হক হোটেলকে ৩০ হাজার, আহনাফ রেস্তোরাঁকে ৩০ হাজার, কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৩০ হাজার, মডার্ন রেস্তোরাঁকে ২০ হাজার, ওয়েজ খালির মাখন মিয়া রেস্তোরাঁকে ২০ হাজার, রিয়াজ রেস্তোরাঁকে পাঁচ হাজার, রান্নাঘর রেস্তোরাঁকে ৩০ হাজার ও থ্রি স্টার রেস্তোরাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে শহরের সুরমা মার্কেটের পাশে পৃথি রেস্তোরাঁকে ও উত্তম জলযোগকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় আরো সতর্ক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট কিষা। এ আদালত পরিচালনায় সহায়তা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৯-এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট কিষা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের এটি একটি নিয়মিত কার্যক্রম। তবে রমজান মাসে বিশেষভাবে খাবারের মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।’