হিমছড়িতে পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের হিমছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ধসে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান উদ্দিন রুবেল জানান, নিহত পর্যটকের নাম রিদওয়ানুল আলম সাব্বির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাহাড়ধসে আহত আরো দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চিকিৎসক ইমরান জানান, আহত তিন পর্যটককে বিকেলে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁদের মধ্যে সাব্বিরকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দুজনের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হিমছড়িতে পাহাড়ধসে তাঁরা আহত হয়েছেন বলে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, শনিবার বিকেলে হিমছড়ির রংধনু ঝরনায় গোসল করার সময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান সাব্বির। এ ঘটনায় তাঁর দুই সহপাঠী আহত হয়েছেন।