সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকোটার হাওর ও নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
এরা হলেন রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের মো. নোয়ালীর ছেলে মিজান মিয়া, আব্দুল কাদিরের ছেলে মোকাইম মিয়া ও একই ইউনিয়নের সাদিপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আব্দুল্লাহ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম এনটিভি অনলাইনকে বলেন, সকালে হাওরে প্রবল বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।