কক্সবাজারে অটো-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার শহরে অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ছয়জন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শৈবাল পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চট্টগ্রামের পটিয়া থানার চরপাথরঘাটা এলাকার শাহ আলম ও একই থানার কুসুমপুরা এলাকার আবদুস সালাম।
আহত ছয়জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ, হেলাল উদ্দিন ও আলমগীর। আহতরা পটিয়া ও কর্ণফুলী থানার বাসিন্দা। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে শহরের ঝাউতলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশার সাত যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম ও আবদুস সালামকে মৃত ঘোষণা করেন।