রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ঢাকা বারের মানববন্ধন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নির্মূল ও নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢাকা বারের শতাধিক আইনজীবী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, রোহিঙ্গাদের অবিলম্বে নির্যাতন বন্ধ করতে হবে। না হলে সমিতির তরফ থেকে আরো কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে হামলা হয়। রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে।
এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। সেখান থেকে পালিয়ে আসার রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গ্রামের পর গ্রামে হামলা-নির্যাতন চালাচ্ছে। নারীদের ধর্ষণ করছে। গ্রাম জ্বালিয়ে দিচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে এখন পর্যন্ত তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।