বন্যহাতির আক্রমণে শিশুসহ দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের মধুরছড়া এলাকায় বন্যহাতির আক্রমণে এক শিশুসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ থেকে ছয়জন।
আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শামসুল আলম ও তাঁর তিন থেকে চার বছর বয়সী শিশু-সন্তান আমিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়ে তারা বাংলাদেশের কক্সবাজারের এই এলাকায় আশ্রয় নিয়েছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এনটিভি অনলাইনকে দুজনের নিহত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, আজ সোববার ভোরে বন্যহাতি মধুরছড়ায় রোহিঙ্গাদের ঝুপড়িতে আক্রমণ করে। এ সময় দুজনের মৃত্যু হয়। আহত হয় পাঁচ থেকে ছয়জন। যাওয়ার সময় বন্যহাতিগুলো রোহিঙ্গাদের তিন থেকে চারটি ঝুপড়ি ভেঙে দিয়ে যায়।
বনবিভাগের কর্মকর্তা সৈয়দ আলী কবির জানান, কুতুপালংয়ের মধুরছড়ায় বন্যহাতিরা অবাধে বিচরণ করে থাকে।
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর দেশটির প্রায় চার লাখ ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। ভারতও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয়।