রোহিঙ্গা ইস্যুকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহাজান বলেছেন, রোহিঙ্গা সংকটকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে।
আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের হোটেল লং বিচের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ কথা বলেন।
মো. শাহজাহান বলেন, ‘যেহেতু সমস্যাটা বাংলাদেশে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকেই। বাংলাদেশ সরকারকেই অন্যান্য সরকারকে বুঝিয়ে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করাতে হবে। মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ না আসলে খুব সহজেই এই সমস্যার সমাধান হবে না। এটাকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে, জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করুন।’
‘এই রোহিঙ্গা ইস্যুতে আমাদের জাতীয় ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয়, আমাদের জাতীয় ঐক্যের ফাটলে যেন অন্যরা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে।’ বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
বিএনপি নেতা শাহজাহান আরো বলেন, ‘আমরা সরকারকে বলব, এ দায়িত্ব সরকারের বেশি। তাদেরকেই বেশি দায়িত্ব পালন করতে হবে, এগিয়ে আসতে হবে।’
রোহিঙ্গাদের জন্য ত্রাণ এলেও অব্যবস্থাপনার কারণে তা সঠিকভাবে বণ্টন হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করলে তা সঠিকভাবে রোহিঙ্গাদের মধ্যে বণ্টন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় সব দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে জানিয়ে মো. শাহজাহান বলেন, এটি একটি মানবিক সমস্যা। তাই এটিকে দলীয় চিন্তার মধ্যে না রেখে জাতীয়ভাবে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী প্রমুখ।