রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনকাজে কাল অংশ নেবে সেনাবাহিনী

কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রম ও অস্থায়ী পুনর্বাসনের কাজে আগামীকাল শনিবার থেকে অংশ নেবে সেনাবাহিনী। আজ শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলী হোসেন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় সিভিল প্রশাসনকে সহযোগিতা করবে সেনাবাহিনী। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে। দৈনিক গড়ে ১০০ ট্রাক ত্রাণ আসছে রোহিঙ্গাদের জন্য। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ২২টি সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে সেনাবাহিনী।
পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, বিভিন্ন স্থানে রোহিঙ্গারা যাতে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে, সে জন্য ১১টি চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া আরো ২২টি মোবাইল টিম কাজ করছে। এ পর্যন্ত পাঁচ হাজার ১১৯ রোহিঙ্গাকে বিভিন্ন স্থান থেকে উদ্ধারের পর উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ সময় রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপপ্রেস সচিব খন্দকার আশরাফুল আলম খোকন, জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।