শাহপরীর দ্বীপে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদীর ঘোলার চর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ও শাহপরী স্টেশন কোস্টগার্ড।
কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন সূত্র জানায়, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ আসার পথে নাফ নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। কোস্টগার্ডের উদ্ধার অভিযানে রাত ১২টা পর্যন্ত দুজনের লাশ এবং দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা যায়, রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় বিজিবি পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্টগার্ড ও বিজিবি দুজনের লাশ এবং সাতজনকে জীবিত উদ্ধার করেছে বলে জানা যায়। এখনো অন্তত ২৫ জন নৌকার যাত্রী নিখোঁজ রয়েছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাদের নির্যাতনের কারণ এবং খাদ্যাভাবে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে এখনো নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসছে।