তাহিরপুরে নৌকা ডুবে মা ও শিশু মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের তারাজান বিলে নৌকা ডুবে মা ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের সুহেল আহমদের স্ত্রী নাজমা বেগম (৩৫) ও শিশু মেয়ে পিংকী (৭)।
নিহতের স্বজনরা জানায়, হাতে বাওয়া ছোট নৌকা নিয়ে সুহেল আহমদ তাঁর স্ত্রী ও শিশু মেয়েকে তাহিরপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় মাটিয়ান হাওরের তারাজান বিলে এসে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সুহেল আহমদ সাঁতার কেটে পাড়ে উঠলেও তাঁর স্ত্রী নাজমা বেগম ও পিংকী ডুবে যান। সারা দিন খোঁজাখুঁজির পর রাত ৮টায় ঘটনাস্থলের পাশেই তাঁদের লাশ ভেসে উঠে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লা বলেন, ঝড়ের কবলে পড়ে হাতে বাওয়া ছোট নৌকাটি ডুবে মা-মেয়ে মারা গেছে।