সুনামগঞ্জে খুনের দায়ে একজনের যাবজ্জীবন

ছবি : এনটিভি
ছাতক উপজেলায় এক যুবককে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবদুস ছোবহান (৪৫) উপজেলার রহমতপুর গ্রামের রায়ফত আলীর ছেলে।
বাদীপক্ষের আইনজীবী সোহেল মিয়া ও অ্যাডভোকেট শামসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি রাতে উপজেলার রহমতপুর গ্রামের রাশিদ আলীর ছেলে আবদুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়। পরে সালামের ভাই বাদী হয়ে আবদুস ছোবহানকে আসামি করে হত্যা মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন।