সারি সারি গাছে লাখ টাকার পেয়ারা
সারি সারি পেয়ারাগাছ, আর তাতে ঝুলছে টসটসে পেয়ারা। এর মধ্যেই কেউ পেয়ারা সংগ্রহ করতে ব্যস্ত, আবার কেউ পেয়ারাগুলো পোকার আক্রমণ থেকে রক্ষা করতে তা মুড়ে দিচ্ছেন পলিথিনের ব্যাগে।
এ দৃশ্য নরসিংদীর রায়পুর, শিবপুর ও বেলাবো উপজেলার। এখানে বিঘা বিঘা জমিতে দেখা মিলবে পেয়ারা বাগানের। দেশি পেয়ারা তো আছেই, তবে এখানে হাইব্রিড জাতের কাজি ও থাই পেয়ারার বাগানই বেশি। এ জেলায় এ বছর ২৮০ হেক্টর জমিতে পেয়ারা চাষ করা হয়েছে। এর মধ্যে ২০০ হেক্টর জমিতে কাজি এবং ৮০ হেক্টর জমিতে থাই ও দেশি জাতের পেয়ারা চাষ করা হয়েছে।
বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিঘাপ্রতি পেয়ারা বাগানে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। আর এ পরিমাণ জায়গায় যে পেয়ারা উৎপন্ন হয়, তার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। লাভের অঙ্ক বেশি হওয়ায় চাষিরা যেমন খুশি, তেমনি অনেক বেকার যুবক পেয়ার বাগান গড়ে তোলার জন্য আগ্রহী হয়ে উঠছেন।
আর এসব পেয়ারা এখন দেশের বাজার পেরিয়ে স্থান করে নিয়েছে বিদেশের বাজারও।
বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহার ভিডিও প্রতিবেদনে :