বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন
বান্দরবানে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত চারতলাবিশিষ্ট পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম, এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর বাহাদুর বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস এবং জ্ঞানচর্চার জন্য বঙ্গবন্ধু পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাইব্রেরি যতটা সমৃদ্ধ হবে, জ্ঞানের ভাণ্ডার ততই বাড়বে। জ্ঞানের সীমা নেই, জ্ঞানচর্চা মানুষের লক্ষ্য অর্জনের সহায়ক হয়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নেতা হওয়া সহজ, কিন্তু সুনেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার হয় না। বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি শত্রুরা। ’৭৫-পরবর্তী প্রেক্ষাপটে বন্ধবন্ধুর খুনিরা তাঁর নাম চিরতরে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সফল হয়নি। এখনো খুনিচক্রের দোসররা বন্ধবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বীর বাহাদুর।