গাজীপুরে পানি খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/01/photo-1425209588.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাদমা ফ্যাশন নামের একটি কারখানায় পানি খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এনটিভি অনলাইনকে জানান, আজ রোববার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা ফ্যাশন কারখানায় কাজ করতে আসেন শ্রমিকরা। ট্যাপের পানি খাওয়ার পর শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন বমি করতে থাকেন। এ সময় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আজ রোববারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে অসুস্থ ওই শ্রমিকরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
কালিয়াকৈর উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম জানান, পানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। তাঁদের অনেকেই এরই মধ্যে চিকিৎসা নিয়ে চলে গেছেন।