মেহেরপুরে পৌর নির্বাচনের দাবি, মেয়রের কুশপুতুল দাহ

মেহেরপুর পৌরসভার নির্বাচন দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজ। এ সময় তাঁরা সীমানাসংক্রান্ত জটিলতা দূর করে অবিলম্বে নির্বাচনের দাবি জানান। এ সময় বর্তমান মেয়র ও এক ইউপি চেয়ারম্যানের কুশপুতুল দাহ করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের কাঁসারি বাজার মোড় থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এসে শেষ হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, সারা দেশে পৌর নির্বাচনের উৎসব চললেও বঞ্চিত হচ্ছে মেহেরপুর পৌরবাসী। সীমান্তসংক্রান্ত জটিলতা দেখিয়ে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু ও আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম তাঁদের অনুগত দুই ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। এ কারণে তফশিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বামনপাড়ার সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে এ রিট করা হয়।
সমাবেশ চলাকালে আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম ও মেয়র মোতাছিম বিল্লাহ মতুর কুশপুতুল দাহ করা হয়। এ সময় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।