সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে অর্ধশত আহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় অর্ধশত আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামে সোমবার রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকালে গোপালপুর গ্রামে তাহের মিয়া ও আজাদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
এদিকে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সামির উদ্দিনের ছেলে সিদ্দেক মিয়ার সঙ্গে একই গ্রামের বিলাত আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর ও দিরাই হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি আপসে নিষ্পত্তির চেষ্টা করছেন স্থানীয়রা।