সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

সুনামগঞ্জ সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী সাহাজুল কাজীর সঙ্গে মইনুলের কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের দুই কনস্টেবলও আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে গেলে পরিস্থিতি শান্ত হয়।
আহতরা হলেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমদ চৌধুরী, ছাত্রলীগ কর্মী ইয়াসিন, মইনুল, মারুফ, সাহাজুল কাজী, সৌরভ আহমদ, সুনামগঞ্জ সদর থানার কনস্টেবল রাসেল আহমদ ও হামিদ মিয়া।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ছাত্রলীগের দুই পক্ষের সামান্য কথাকাটাকাটির জের ধরে ক্যাম্পাসে সামান্য গণ্ডগোল হয়েছে। এখনো ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।