সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজি নিহত

সুনামগঞ্জের মধ্যনগর থানা শহরে আজ শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মধ্যনগর থানা এলাকার হিরা লালের ছেলে রাজু (২২) ও ভোলা লালের মেয়ে স্বপ্না (৭)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে মধ্যনগর বাজারে রাজু ও স্বপ্না বাসার ছাদে শুকানো লাকড়ি আনতে যান। ছাদে বিদ্যুৎ লাইনের তারে পা লেগে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু স্বপ্না। চাচা রাজু তাকে ছাড়ানোর চেষ্টা করলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সহায়তায় দুজনের লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।