কিশোরগঞ্জে ১৩ ঘরে আগুন, লুটপাট
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনার জের ধরে প্রতিপক্ষের ১৩ ঘরে আগুন, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা এনটিভি অনলাইনকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গত মঙ্গলবার উপজেলার নামাসিদলা গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। ওই গ্রামের আলমগীর হোসেন, লিকন মিয়া ও হেলাল মিয়া ওই রাতে গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে স্থানীয় ফুলকলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মো. শাহজাহানকে (২৪) বাড়ি থেকে ডেকে নিয়ে বড়খাল ব্রিজের ওপর বেদম মারধর করে। এতে শাহজাহানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ সকালে শাহজাহানের মরদেহ জানাজা শেষে দাফন করা হয়। এরপর নিহতের আত্মীয় এবং গ্রামের লোকজন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বাড়িতে হামলা চালায়। এ সময় ১৩টি ঘরে আগুন, ভাঙচুরসহ লুটপাট চালানো হয়।
খবর পেয়ে হোসেনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে এবং কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে যায়।
শাহজাহান হত্যার ঘটনায় তাঁর ভাই রাজন মিয়া বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ আসামি লিকন মিয়াকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক।
ওসি নান্নু মোল্লা জানান, হত্যার সাথে জড়িত আসামিদের আটকের চেষ্টা চলছে। বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. জামাল উদ্দিন, সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।