প্রশাসনিক পদ থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্ত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ড. রফিকুল হক পদত্যাগ না করায় এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করার সিদ্ধান্ত জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. এনামুল হক। তিনি জানান, গতকাল শিক্ষক ফোরামের জরুরি সভায় প্রশাসনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন ফোরামের সভাপতি অধ্যাপক এ কে এম শামসুদ্দিন, সহসভাপতি রফিকুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হকের আপত্তিকর কিছু স্থিরচিত্র ও কথোপকথনের অডিওসহ নানা কর্মকাণ্ডের সিডি বের হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম গতকাল ১৮ মার্চ জরুরি সভা ডেকে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ ছাড়া শিক্ষক ফোরামের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্যের পদত্যাগের দাবিতে সচেতন শিক্ষকসমাজের স্বাক্ষর সংবলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ছাড়া আজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ভাবমূর্তি বজায় রাখার লক্ষ্যে শান্তি সমাবেশের আয়োজন করা হয়।