চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে মিরসরাইয়ে রেললাইনের ফিশপ্লেট প্রতিস্থাপনের পর রেল যোগাযোগ শুরু হয়েছে।
গতকাল রোববার রাতে মিরসরাই উপজেলার বড়তাকিয়া ও চিনকি আস্তানার মধ্যবর্তী আমবাড়িয়া এলাকায় প্রায় ২৫ ফুট রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এ কারণে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের পাঁচ যাত্রী সামান্য আহত হন।
নাশকতা ও দুর্ঘটনার কারণে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে পূর্বাঞ্চল।
চট্টগ্রামের রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। রেললাইনের ফিশপ্লেট প্রতিস্থাপনের পর বেলা আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নাশকতার ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) সাইফুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী (সংকেত) সৌমিক শাওন কবির ও বিভাগীয় প্রকৌশলী আবিদুর রহমান।