ব্যর্থ হয়ে বাড়ি ফিরে গেছেন খালেদা জিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পরাজয়ের গ্লানি নিয়ে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে গেছেন খালেদা জিয়া।’
আজ মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেত্তা-কর্মীরা মতবিনিময় করেন। এ সময় আগামীতে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৯২ দিন ওই অফিসে বন্দী থেকে আজকে বিএনপি নেত্রী ঘরে ফিরে গেছেন। উনি বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন না ঘটিয়ে উনি ঘরে ফিরবেন না। কাজেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ফুলের মালা গলায় দিয়ে ঘরে ফিরবেন, তা ওনার ভাগ্যে জোটে নাই। বরং ওনাকে পরাজিত হয়ে সবকিছুতে ব্যর্থ হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে কোর্টে মামলায় হাজির হতে হয়েছে, আবার নিজের ঘরেও ফিরে যেতে হয়েছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যেকোনো মুহূর্তে যেকোনো ঝড়ের মোকাবিলা করতে সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনারা আছেন আমি জানি।’ তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষের ক্ষতি করবে কেউ এটা আমরা সহ্য করতে পারি না।’
‘বিএনপি-জামায়াতের আন্দোলনে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে থাকায় ওই আন্দোলন ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ‘নিজেকে অবরুদ্ধ করে হুকুম দিয়ে মানুষ খুন করেছেন বিএনপির চেয়ারপারসন।’ একই সাথে তিনি বলেন, মানুষ পুড়িয়ে মতামত পরিবর্তন করা যায় না।
বিদ্যুৎ উৎপাদন, সুপেয় পানি, রাস্তাঘাট নির্মাণসহ তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সৃষ্টি করে, আর বিএনপি ধ্বংস করে।’
বিএনপি-জামায়াতের আন্দোলনকে ব্যর্থ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণেরই জয় হয়েছে।