সুনামগঞ্জে বজ্রঘাতে নিহত ২

সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন পৌর শহরের মোহাম্মদপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে আজিজুর রহমান এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে গিয়াস চৌধুরী।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন এনটিভি অনলাইনকে জানান, সকালে আজিজুর রহমান ও শুকুর আলী মোহাম্মদপুরের পাশে কবরস্থানে বাঁশ কাটতে যান। এ সময় বজ্রাঘাতে আজিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
আহত শুকুর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় সদর উপজেলার কাঠইর ইউনিয়নের আব্দুস সালামও বজ্রাঘাতে আহত হন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এনটিভিকে জানান, সকালে উপজেলার দেখার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে গিয়াস উদ্দিন মারা যান।
এদিকে গত ১৫ দিনে সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় বজ্রাঘাতে এ নিয়ে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় কালবৈশাখীর ঝড়ের সময় বজ্রাঘাতে ছয়জন, গত বুধবার তাহিরপুর ও জামালগঞ্জে দুজন এবং গত শনিবার সুনামগঞ্জ সদরে একজন বজ্রাঘাতে নিহত হন।