উত্তরে ‘ঐক্য’, দক্ষিণে ‘ভুল বোঝাবুঝি’
ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন। দলটির নেতারা বলছেন, উত্তরে কোনো বিভক্তি না থাকায় এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তবে দক্ষিণে ‘ভুল বোঝাবুঝি’, ‘মাঠ গোছানো হয়নি’ বলে অভিমত দিয়েছেন নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, ‘শুনেছি, উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ভালো পজিশনে আছেন। দক্ষিণে সাঈদ খোকন এখনো শতভাগ মাঠ গুছিয়ে তুলতে পারেননি।’
দলটির কয়েকজন নেতা বলেন, উত্তরের প্রার্থী আনিসুল হকের ভিন্নধর্মী প্রচার ও পাড়া-মহল্লায় গণসংযোগের কারণে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এরই মধ্যে উত্তরের অধিকাংশ এলাকায় প্রচার শেষ করতে পেরেছেন আনিসুল। আর দক্ষিণে অনেক এলাকা রয়েছে, যেসব জায়গায় সাঈদ খোকন এখনো পা ফেলতে পারেননি।
উত্তরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, এ কে এম রহমতউল্লাহ ও ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ সবাই আনিসুল হককে সমর্থন জানিয়েছেন।
আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘এখানে আওয়ামী লীগের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের সমর্থিত প্রার্থীর জন্য সুখকর হলো এখানে বিভক্তি নেই।’
দক্ষিণে সাঈদ খোকনের পক্ষে আওয়ামী লীগের সবাই এক হয়ে কাজ করছে না বলে জানিয়েছেন অনেকে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘মন্ত্রী থাকার কারণে সরকারি বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রকাশ্যে দলসমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করা সম্ভব নয়। তবে সবাই সাঈদ খোকনের পক্ষে কাজ করছে।’
একই কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও। আর স্বতন্ত্র সংসদ সদস্য ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম শুরুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও পরে দলীয় সিদ্ধান্তে সরে আসেন। এরই মধ্যে তিনি সাঈদ খোকনকে সমর্থন জানিয়েছেন। তাঁর পক্ষে শুধু ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন বলে ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়েছেন।
লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজি সেলিমের সমর্থক রাসেল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিইনি। তবে দলসমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে কাজ করছি।’
সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। কিছু ভুল বোঝাবুঝি থাকে। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা জিতবই।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, সেটা বড় কথা নয়। বিভক্তিও সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব ফেলবে না।’