মহেশখালীতে পাহাড় ধসে কিশোর নিহত

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোহাম্মদ কাউসার (১৩)। সে স্থানীয় আবু ছিদ্দিকের ছেলে।
মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান, মোহাম্মদ কাউসার বাড়ির পাশের পাহাড়ের ঢালুতে ঘাস ও মাটি কাটার কাজ করছিল। বেলা ১১টার দিকে আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন মাটির ভেতর থেকে কাউসারের লাশ উদ্ধার করে বলে জানান ইউএনও। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।