ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের মধ্যে ১৯টি আ.লীগের
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬টি ওয়ার্ডের মধ্যে ১৯টি সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। দুই ওয়ার্ডে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। ফল পাওয়া যায়নি তিন ওয়ার্ডের। এ ছাড়া বাকি ১২টি ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে মো. আফসার উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ডে কাজী জহিরুল ইসলাম মানিক, ৪ নম্বর ওয়ার্ডে মো. জামাল মোস্তফা, ৫ নম্বর ওয়ার্ডে আবদুর রউফ, ৭ নম্বর ওয়ার্ডে মো. মোবাশ্বের চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডে মো. কাজী টিপু সুলতান, ১০ নম্বর ওয়ার্ডে আবু তাহের, ১৭ নম্বর ওয়ার্ডে মো. জিনাত আলী, ১৮ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে মো. মফিজুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে মো. ওসমান গণি, ২২ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত আলী, ২৪ নম্বর ওয়ার্ডে মো, সফিউল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে শামীম হাসান, ২৭ নম্বর ওয়ার্ডে ফরিদুর রহমান খান, ২৮ নম্বর ওয়ার্ডে মো. ফোরকান হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ডে মো. আবু তাহের খান, ৩৬ নম্বর ওয়ার্ডে তৈমুর রেজা।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন—২ নম্বর ওয়ার্ডে মো. সাজ্জাদ হোসেন, ৩০ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম হাসু।
এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন—৬ নম্বর ওয়ার্ডে মো. রজ্জব হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে মো. আবুল হোসেন, ১১ নম্বর ওয়ার্ডে দেওয়ান আবদুল মান্নান, ১২ নম্বর ওয়ার্ডে মো. ইকবাল হোসেন তিতু, ১৩ নম্বর ওয়ার্ডে মো. হারুন অর রশিদ, ১৪ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন রশীদ, ১৫ নম্বর ওয়ার্ডে সালেক মোল্লা, ১৬ নম্বর ওয়ার্ডে মো. মতিউর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে মো. নাছির, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমেদ, ২৯ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম রতন, ৩৫ নম্বর ওয়ার্ডে ফয়জুল মুনির চৌধুরী।
নির্বাচন কমিশন কার্যালয় থেকে পাওয়া পরিসংখ্যানে ২৫, ৩১ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কোনো জয়ী প্রার্থীর নাম পাওয়া যায়নি।
মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিন সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।