কক্সবাজারের সড়কে প্রাণ গেল তিনজনের

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীতে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উখিয়ার মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে মো. জিয়াউল হক (৩০)।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে এক নারী জিপে করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি উখিয়ার মনখালী এলাকায় পৌঁছালে মনখালীর জিয়াউল হকের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল নিয়ে জিপটিকে ধাওয়া করে। একপর্যায়ে ইনানীতে মোটরসাইকেল থেকে জিয়াউল হক জিপটিতে উঠে যান। এ সময় গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ তিনজন নিহত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে এক হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেট ও একটি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে।