সুনামগঞ্জ শহরে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই

সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিপাড়ায় রান্নার চুলা থেকে আগুন লেগে আটটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এসব ঘরে থাকা আসবাবপত্র ও ধানচাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রুফিয়া বেগমের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। খবর পেয়ে শুক্রবার রাতেই জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারাগুলো দাবি অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শারফুল আহসান ভুইয়া এনটিভি অনলাইনকে জানান, ‘রান্নর চুলা থেকেই আগুণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।’