মার্চের মধ্যে মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক আগামী মার্চ মাসের মধ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ৮০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। টেকনাফ অংশের ৩২ কিলোমিটার চলমান রয়েছে। কাজটি শেষ করতে সরকারের এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ মেরিন ড্রাইভ সড়কটির তত্ত্বাবধান করছে।
সেতুমন্ত্রী আরো বলেন, খুব শিগগির চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণকাজের উদ্বোধন করবেন। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হতে দ্রুত কাজ এগিয়ে চলছে। ঘুমধুম থেকে মিয়ানমার পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ এশিয়ান হাইওয়ের চার লেন সংযোগ সড়কের কাজ অনেক দূর এগিয়ে গেছে।
ওবায়দুল কাদের কক্সবাজারের কলাতলী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত আড়াই কিলোমিটার সৈকতজুড়ে একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, কক্সবাজারকে একটি আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সামনে নিয়ে বর্তমান সরকার এসব নানামুখী মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি সীমান্তজুড়ে দীর্ঘ ৭০০ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। একই সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর সম্ভাব্যতা যাচাই করছে।