নেত্রকোনায় ধানকাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধানকাটা নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত নয়জন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জালু মিয়া (৫৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাছকাটা গ্রামের বাসিন্দা। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ এনটিভি অনলাইনকে জানান, জালু মিয়ার সাথে একই এলাকার পল্লী চিকিৎসক আমির হোসেনের একটি জমি নিয়ে বিরোধ চলছিল।
সকালে জমির ধান কাটা নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অস্ত্রের আঘাতে জালু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরো জানান, গুরুতর আহত রজব আলী ও আনসার আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।