টেকনাফে ৯ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে গতকাল মঙ্গলবার রাতে নয় লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
আজ বুধবার দুপুরে টেকনাফে অবস্থিত কার্যালয়ে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদে তাঁরা খবর পান একটি ট্রলারে করে ইয়াবার বড় একটি চালান মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। খবরের সূত্র ধরে কোস্টগার্ডের একটি দল নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনায় মঙ্গলবার রাতে অবস্থান নেয়। রাত ৯টার দিকে ইয়াবাবাহী ট্রলারটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় কোস্টগার্ডের দল তাদের ধাওয়া করে। পাচারকারীরা দ্রুত ট্রলারটি ফুটো করে দিয়ে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে নয় লাখ ইয়াবা উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে জানিয়েছেন লেফটেন্যান্ট নাফিউর রহমান।