চকরিয়ায় ১১ মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র জব্দ

কক্সবাজারের চকরিয়া থেকে ১১ মামলার আসামি ফজল কাদেরকে (৪৪) গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে চকরিয়ার শাহরিয়াপাড়া থেকে গ্রেপ্তারের সময় ১১টি আগ্নেয়াস্ত্র জব্দ করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তার হওয়া ফজল কাদেরের বাড়ি মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনা এলাকায়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরাফত ইসলাম বলেন, র্যাব ৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চকরিয়ার শাহরিয়াপাড়ায় অভিযান চালায়। অভিযানে মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী ফজল কাদেরকে একটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখানো মতে, রাস্তার পাশে লুকিয়ে রাখা সাতটি এসবিবিএল, তিনটি ওয়ান শুটারগান, ২১টি কার্তুজ উদ্ধার করা হয়।
এএসপি শরাফত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজল কাদের এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। সংশ্লিষ্ট আইনে আরো একটি মামলা দায়ের করে তাঁকে চকরিয়া থানায় সোপর্দ করা হবে।