কক্সবাজার সৈকতে নিখোঁজ, লাশ বাকখালী নদীতে

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী মো. রিফাত হাসানের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রাস্তারপাড়া সংলগ্ন বাকখালী নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
রিফাত নওগা সদর উপজেলার ফতেহপুরের গোলাম হায়দারের ছেলে। তিনি জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় স্থানীয় লোকজন বাকখালী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদে খবর দেয়। পরে পরিষদের দফাদার ও চৌকিদাররা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মানস বড়ুয়া জানান, মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, মৃতদেহটি নিখোঁজ শিক্ষার্থী মো. রিফাত হাসানের বলে ধারণা করা হচ্ছে। তারপরও শনাক্ত করতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের খবর দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ৪৩ জন শিক্ষার্থীর দল কক্সবাজার বেড়াতে আসে। কক্সবাজার এসে তারা শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল রিগ্যাল প্যালেসে ওঠে। পরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সি-ইন পয়েন্টে সাগরে গোসলে নামে। তখন থেকেই রিফাত হাসান নিখোঁজ ছিল।