টেকনাফে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে জব্দ করা ইয়াবা বড়ি। পুরোনো ছবি
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের পাশের একটি এলাকা থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করেন বিজিবির সদস্যরা।
বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজর আল জাহিদ জানান, সাগরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা বড়িগুলো পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা ইয়াবাগুলো পরে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।