নাফ নদীতে নৌকা ধাওয়া করে ইয়াবা উদ্ধার

উদ্ধার করা বিপুল পরিমাণ ইয়াবা আজ বুধবার গণমাধ্যমের সামনে উপস্থিত করেন বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
কক্সবাজারে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ আসে বিজিবির কাছে। খবর পেয়ে বিজিবি সাবরাং বিওপির একদল সদস্য আজ ভোরে ওই এলাকায় অভিযান চালান। এ সময় একটি নৌকাকে সাবরাং পয়েন্টের দিকে আসতে দেখে বিজিবির দল নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে নৌকার আরোহীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন।
এর আগে গতকাল রাত ১১টার দিকে টেকনাফের লেংগুরবিল সৈকত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবির একটি টহল দল।