টেকনাফ থেকে এক লাখ ইয়াবা জব্দ

পুরোনো ছবি
কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া থেকে এক লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোরে বিজিবির একটি দল অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার জালিয়াপাড়া থেকে এসব ইয়াবা জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেন।