মায়ের কিডনি বাঁচানোর আবেদন

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের সৈয়দ মো. সিরাজুল হকের স্ত্রী বেগম আমেনা ভূঁইয়া (৬০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তিনি বর্তমানে রাজধানীর উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন।
ওই হাসপাতালে ফ্যামিলি মেডিসিন ওয়ার্ডে (বেড নং ১১) চিকিৎসা চলছে আমেনা ভূঁইয়ার। চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান, আমেনা ভূইয়ার দুটি কিডনিই প্রায় অকেজো, তাঁকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া জরুরি, এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন।
আমেনা ভূঁইয়ার স্বামী সিরাজুল হক বর্তমানে অবসরে আছেন। দীর্ঘদিন স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে তিনি ঋণে জর্জরিত হয়ে গেছেন। দরিদ্র এ পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। আমেনার ছেলে সৈয়দ মো. হাবিবুর রহমান দৈনিক ইনকিলাবে চাকরি করছেন। কিন্তু তাঁর বেতনও নিয়মিত না।
আমেনার ছেলে সৈয়দ মো. হাবিবুর রহমান সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা, সৈয়দ মো. হাবিবুর রহমান হাবিব, হিসাব নং- ০২০০০০২৪৯০২৫৩, অগ্রণী ব্যাংক, হাটখোলা শাখা, ঢাকা। মোবাইল ও বিকাশ- ০১৭১৮৫২২৯৩৮