মহেশখালীতে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত

কক্সবাজারের মহেশখালী থানা এলাকায় গতকাল রাতে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। ছবি : এনটিভি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় লবণ মাঠের দখল নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি বাজারে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, বুধবার রাতে তারেক ও খলিল পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে তারেকের পক্ষের রিদোয়ান নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া তারেক পক্ষের একজন ও খলিল পক্ষের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দৌড়ঝাঁপ ও হুড়োহুড়ির ঘটনায় আরো আটজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, পুলিশ নিহত রিদোয়ানের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অস্ত্র আইন ও হত্য মামলা করা হয়েছে।