নাফ নদ থেকে ৩ লাখ পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

নাফ নদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ৩ লাখ পিস ইয়াবা। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২ নং বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ সদর বিওপির জওয়ানরা নাফ নদের ৫ নং স্লুইচ গেইটের কাছে প্যারাবনে অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করেন।
ইয়াবা উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, জব্দ ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে।