বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

কক্সবাজারের নাফ নদী থেকে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
গত বুধবার সন্ধ্যায় নাফ নদীর বাংলাদেশ জলসীমা থেকে একটি জেলে নৌকাসহ তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় নৌকায় থাকা অপর এক জেলে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে টেকনাফে ফিরে আসে।
এ ব্যাপারে আজ শুক্রবার সকালে জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লিখিত দেওয়া হয়েছে।
টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, সকালে জেলে পরিবারগুলোর কাছ থেকে আবেদন পাওয়া গেছে। তারপরই মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা চালাচ্ছে বলে জানান উপ-অধিনায়ক।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছে টেকনাফ পৌরসভার উত্তর চৌধুরীপাড়ার কবির আহমদের ছেলে হামিদ হোসেন (৪০), মো. ইসলামের ছেলে মো. ইসমাঈল (৩২) ও দক্ষিণ জালিয়াপাড়ার সিকান্দরের ছেলে নূর হোসেন(৪৫)। আর পালিয়ে আসা জেলে হচ্ছে চৌধুরীপাড়ার মৃত হাসনের ছেলে পুতুইয়া (৩২)।
জেলে নৌকার মালিক পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে কামাল হোসেন জানান, বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তাই আগের দিন বুধবার বিকেলে অন্যান্য জেলেদের মতো তাঁর নৌকার জেলেরা নদীতে জালের খুঁটি পুতার জন্য নাফ নদীতে যায়। তখন এ ঘটনা ঘটে। পরে খোঁজখবর নিয়ে বিষয়টি বিজিবির টেকনাফ বিওপিকে জানানো হয়।