কালিয়াকৈরে মাহমুদ ডেনিমস কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর শিল্পাঞ্চলের মাহমুদ ডেনিমস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে কারখানার ফেব্রিকসের স্টকে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে কারখানার কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ফেব্রিকস, মেশিনপত্র, ফার্নিচার পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব বল সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, কারখানার ডাইং সেকশনে আগুন দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার নিজস্ব মেডিকেল সেন্টার ও সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুল জলিল জানান, আগুনে কারখানার উইভিং ও ডাইং সেকশনের মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।