টেকনাফে সাত লাখ ইয়াবা উদ্ধার

পুরোনো ছবি
কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফ নদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজর আল জাহিদ জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বিজিবি আগে থেকেই নাফ নদীতে অবস্থান নেয়। ভোররাতের দিকে নাফ নদীর আড়াই নম্বর স্লুইসগেটের আলোগুলা এলাকা দিয়ে ইয়াবা পাচারকারীরা বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বোট থেকে ঝাঁপ দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এর পর পাচারকারীদের ফেলে যাওয়া বোটে অভিযান চালিয়ে ছয় লাখ ৯১ হাজার ১০৪টি ইয়াবা উদ্ধার করে বিজিবি।
সম্প্রতি দেশে আসা ইয়াবার চালানের মধ্যে এটিই বৃহৎ বলে জানান এই বিজিবির কর্মকর্তা।