সীমান্তে গুলি চালাল বিএসএফ, প্রতিবাদ বিজিবির
সাতক্ষীরার কাকডাঙ্গা এলাকায় সীমান্তের জিরো লাইনের কাছে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েক সুবেদার হুমায়ুন কবির জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএসএফের তাড়ালি ক্যাম্পের (বিওপি) সদস্যরা কয়েকটি গুলি ছোড়ে। মেইন পিলার ১৩-এর সাবপিলার ৩-এর কাছে এ গুলির ঘটনা ঘটে।
সুবেদার হুমায়ুন কবির আরো জানান, জিরো লাইনের কাছে গুলি চালানোর ঘটনার প্রতিবাদ জানাতে বিজিবি বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে দুপুর ১টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ গুলির কথা স্বীকার করে।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, চোরাচালানিরা ভারত থেকে গরু পাচারের চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে বিএসএফ।
২০ মিনিটের ওই পতাকা বৈঠকে অংশ নেন বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার হুমায়ুন কবির ও বিএসএফের তাড়ালি বিওপির পরিদর্শক তপনো।