গারো নারীকে গণধর্ষণ, নাম পেয়েছে পুলিশ
রাজধানীতে গারো নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক ব্যক্তির নাম পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। গণধর্ষণের শিকার নারী পুলিশকে এ তথ্য দিয়েছেন।
urgentPhoto
ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার লুৎফুল কবির জানান, ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তির নাম পাওয়া গেছে।
লুৎফুল কবির বলেন, ‘যারা অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত, তেমন একজনের কাছে একটা ফোন আসে। ফোন আসার পর সে ফোনটা আরেকজনের কাছে দেয়, দেওয়ার সময় সে যে লোকটাকে ফোন দেয় তার নাম উচ্চারণ করে তাকে ফোনটা অর্পণ করে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা নাম পাওয়া গেছে।’
‘তো এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এ ইনফরমেশনটা নিয়ে আমরা কাজ করছি। এ ছাড়া আরো কিছু ইনফরমেশন আমরা সংগ্রহ করছি। সেগুলোকেও সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।’ বলেন ডিএমপির যুগ্ম কমিশনার।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন ২১ বছর বয়সী এক গারো নারী। এ সময় পাঁচজন যুবক তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে গণধর্ষণ করে। পরে মধ্যরাতে তাঁকে রাস্তায় ফেলে দেয়।
পরের দিন শুক্রবার ওই নারী ভাটারা থানায় মামলা করেন। আজ শনিবার তাঁর মেডিকেল পরীক্ষা হয়েছে। এতে গণধর্ষণের আলামত মিলেছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ওই তরুণীর পূর্বপরিচিত হতে পারে এমন প্রশ্ন মাথায় রেখেই পুলিশ মাঠে কাজ করছে। এ ছাড়া যে এলাকায় ঘটনাটি ঘটেছে তার তদন্তের জন্য ওই এলাকার আশপাশের সিসি ক্যামরার ফুটেজও নেওয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক মো. হাবিব উজ জামান বলেন, ‘অবশ্যই আছে ওইটার সাইন (গণধর্ষণের আলামত) আছে, অবশ্যই ইট ইজ এ গ্যাং রেপ, এ রিপোর্টেড গ্যাং রেপ এবং ফিজিক্যালিও আমরা তার নমুনা পেয়েছি।’