মাগুরায় হিজড়াদের অধিকার আদায়ে সভা

হিজড়াদের মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে মাগুরায় শোভাযাত্রা, সভা ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। আজ শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা আরআরডির এ আয়োজনে সামাজিক সংস্থা লোকনাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র (লোসাউক) খুলনা সহযোগিতা করে।
লোসাউক চেয়ারপারসন ড. নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মনজুর রহমান, আইনজীবী ও সাংবাদিক শরীফ আমিরুল হাসান বুলু, লোসাউক পরিচালক পারভিন আক্তার আজাদ, হিজড়া প্রতিনিধি চৈতী, সন্ধ্যা, আইনজীবী শাহীনা আক্তার ডেলি, সাংবাদিক তরিকুল আনোয়ার তরুণ, শফিকুল ইসলাম শফিক, এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম, আবু ইমাম মো. বাকের, কাউন্সিলর আশুতোষ কুমার প্রমুখ।
সভায় বক্তরা হিজড়াদের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকারি গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান। সভা শেষে শহরে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় হিজড়ারা ‘হিজড়া সত্ত্বা নিয়ে ভোট দিতে চাই’, ‘বৈষম্যহীনভাবে পরিবারে থাকতে চাই’, ‘হিজড়াদের শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত কর’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।