যাত্রী বেশে উঠে চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই
যাত্রীবেশে রিকশায় উঠে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করেছে দুই দুর্বৃত্ত। আজ সোমবার (২৯) ভোরের দিকে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর লেক এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই রিকশাচালক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি।
আহত রিকশা চালকের নাম লালচাঁন চৌকিদার (৪২)। রাজধানীর হাজারীবাগ বটতলা মাজারের পাশে পরিবার নিয়ে থাকেন তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগীর ছেলে আকাশের বরাতে বাচ্চু মিয়া বলেন, চাঁন চৌকিদার রাত থেকে সকাল পর্যন্ত রিকশা চালান। ভোর সাড়ে চারটার দিকে যাত্রী বেশে দুজন তার রিকশায় ওঠে। তারা ধানমণ্ডির ৩২ নম্বর লেক এলাকার নিরিবিলি স্থানে গেলে রিকশাচালককে মারধর করে যানটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দেন চাঁন চৌকিদার। এর পরিপ্রেক্ষিতে রিকশাচালকের দুই হাত ও মাথার ডান পাশে ছুরিকাঘাত করে রিকশাটি নিয়ে যায় ওই দুজন।
বাচ্চু মিয়া বলেন, ‘চাঁন চৌকিদার জানিয়েছেন, ছিনতাইকারী দুজনের মধ্যে একজন লম্বা করে ও মুখে মাস্ক লাগানো ছিল। বাকিজনের মাথায় ক্যাপ পরা ছিল। তার উচ্চতা কম।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া আরও বলেন, ‘চাঁন চৌকিদার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। বিষয়টি ধানমণ্ডি থানায় জানানো হয়েছে।’