দেশব্যাপী বিএনপির শোক সমাবেশ ও মিছিল
হত্যাকাণ্ডের শিকার কৃষকদলের নেতা সজিব হোসেন স্মরণে শোক সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। লক্ষ্মীপুরে জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রার একপর্যায়ে গত মঙ্গলবার হত্যার শিকার হন তিনি। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সারা দেশে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : কৃষকদলের নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদেশোক সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবিরের নেতৃত্বে আজ দুপুরে শহরের বান্দুটিয়া এলাকা থেকে এই শোক মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা বিএনপিনেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সংক্ষিপ্ত শোক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সা প্রমুখ।
এ সময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আফজাল হোসেন, ভোলা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় পুলিশি বাধার মধ্যেও শোক সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
আজ দুপুর ২টায় শোক মিছিলটি শহরের মহাজনপট্টির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। পরে বরিশাল দালান নামক স্থানে পুলিশের বাধায় সামনে এগোতে না পেরে আবার দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর শোক মিছিলটির নেতৃত্ব দেন। এ সময় শত শত নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে হত্যার বিচার দাবি করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত শোক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম নবী আলমগীর।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠাসহ কৃষকদল নেতাকে হত্যার প্রতিবাদে শোক সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
শোক মিছিলটি আজ দুপুরে পুরাতন হাসপাতাল সড়ক থেকে শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পশ্চিম বাজার চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের পরিচালনায় শোক সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোসাররফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : কৃষকদলের নেতা সজিব হত্যার প্রতিবাদে শোক সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। আজ দুপুরে দলীয় কার্যালয় থেকে এই শোক মিছিল বের হয়ে কেসিসি মার্কেট এসে শেষ হয় ।
শোক মিছিলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কৃষকদলের নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে শোক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় জেলা প্রেসক্লাব চত্বর থেকে শোক মিছিলটি বের হয়ে সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপিনেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সিরাজুল ইসলাম মনি, নজরুল ইসলাম ও রফিকুল হাসান তনু বক্তব্য দেন।
বক্তারা কৃষকদলের নেতা সজীব হোসেন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার দাবি করেন।
তারেক স্বপন, নারায়ণগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকদলের নেতা সজীব হত্যার প্রতিবাদে শোক মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
আজ বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাসপোর্ট অফিসের সামনে শোক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফারুক।
শোক সমাবেশ শেষে পাসপোর্ট অফিসের সামনে থেকে শোক মিছিল বের হয়। এতে নেতাকর্মীর ঢল নামে। শোক মিছিলটি লিং রোড প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গিয়ে শেষ হয়।
অন্যদিকে নগরীর খানপুর হাসপাতাল সড়কের সামনে শোক সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি। শোক সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা। পরে কালো পতাকা নিয়ে শোক মিছিল বের করা হয়। এটি নগরীর প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণ্ডলপাড়ায় গিয়ে শেষ হয়।
আইয়ুব আলী, ময়মনসিংহ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির উদ্যোগে শোক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের নতুনবাজারে দলীয় কার্যালয়ের সামনে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোক সমাবেশ শেষে একটি শোক মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোক সমাবেশ ও মিছিল কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলার আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান রুকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহিদুল আমিন খসরু প্রমুখ।
আসমাউল আসিফ, জামালপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকদলের নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে শোক সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। আজ বিকেলে এই শোক মিছিলের আয়োজন করা হয়।
শহরের দয়াময়ী চত্বর থেকে শোক মিচিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত শোক সমাবেশ হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ বক্তব্য দেন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : কৃষকদলের নেতা সজীব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। আজ বিকেলে এ শোক মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের মৌড়াইল থেকে বের হয়ে সামান্য যেতেই পুলিশ তাতে বাধা দেয়। পরে সরকারি কলেজের সামনে এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৮ জুলাই কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি পালন করার সময় সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় কৃষকদলের নেতা সজিবকে হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
পরে জেলা যুবদলের উদ্যোগে আগামী ২২ জুলাই ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিতব্য দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়।