প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডি ৩২ নম্বরে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, তানভীর শাকিল জয়, দেবাশীষ বিশ্বাস, কাজী শহিদুল্লা লিটন, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, ফারুক আমজাদ খান, অ্যাডভোকেট মানিক কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।