দেশের ফুটবল আইসিইউতে, পুনর্জাগরণে মাঠে নেমেছি : ব্যারিস্টার সুমন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/24/byaaristtaar-sumn-phridpur.jpg)
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, দেশের ফুটবল আইসিইউতে চলে গেছে। ফুটবলকে এই ধ্বংসস্তূপ থেকে বের করতে সামনের দিকে রওনা দিয়েছি। ফুটবলকে সারা দেশে জাগিয়ে তোলার জন্য আমি ফুটবলের মাঠে নেমেছি।
‘যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও তার দল অংশ নিয়ে এসব কথা বলেন।
ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমরা দলাদলিতে এত ব্যস্ত হয়ে গেছি যে জানাজায় গেলেও দল খুঁজতে থাকি। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মাঠগুলোতে বাণিজ্য মেলা হয়, মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বাসায় বসে কম্পিউটার গেম খেলে। আমাদের ছেলে মেয়েরা কম্পিউটারইজড হয়ে যাচ্ছে। এখান থেকে তাদেরকে বের করে ফিজিক্যালি ফিট রাখার জন্যই ফুটবলকে সামনে নিয়ে আসতে হবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/24/byaaristtaar-sumn-phridpur-2.jpg)
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট আ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, পিওর গোল্ড জুয়েলার্সের চেয়ারম্যান মো. আনিচুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা লায়লা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।
এদিকে এই ফুটবল ম্যাচ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও জেলার বাইরে থেকেও হাজার হাজার মানুষ জড়ো হয় মাঠে। অনেকে খেলা দেখতে মাঠে স্থান না পেয়ে মাঠের আশেপাশে থাকা বিভিন্ন ভবন ও ঘরের চালে অবস্থান নেয়।